মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাস্তার কাজ বন্ধে ভোগান্তি

আফজাল, টঙ্গী

রাস্তার কাজ বন্ধে ভোগান্তি

গাজীপুরে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেন নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে এলাকাবাসীর চরম ভোগান্তি হচ্ছে। ঠিকাদাররা কিছু কাজ করে লাপাত্তা। অসমাপ্ত কাজ কবে নাগাদ শেষ করবেন এ বিষয়টি কারও জানা নেই। সিটি কর্তৃপক্ষ কাজ শেষ করার জন্য চাপ দিয়েও ফল পাচ্ছেন না। ঠিকাদাররা বললেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তারা কাজ করছেন না। তবে সিটি মেয়র যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে না তাদের কাজ বাতিল করে দিয়েছেন।  নগর ঘুরে জানা যায়, গাজীপুরে এ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান ওপাল, দি-বিল্ডার্স ও হার্ব-ইন্টারন্যাশনাল, ভূইয়া কনস্ট্রাকশনসহ কয়েকটি কাজ বন্ধ রেখেছে। এতে নগরে দুর্ভোগ বেড়েছে। টঙ্গী শিলমুন, মরকুন, আরিচপুর, দত্তপাড়া, পূবাইল, গাছাসহ বিভিন্ন এলাকায় কাজ করছেন না ঠিকাদাররা। স্থানীয় কাউন্সিলররা বলেছেন, ঢাকার বড় বড় ঠিকাদাররা কাজ করছেন গাজীপুরে, তাদের কিছু বলা যাচ্ছে না। কিছু জানতে চাইলে উল্টো ধমক খেতে হয়।

নির্বাহী প্রকৌশলী মো. লেহাজ উদ্দিন বলেন, কাজ না করার কয়েকটি কারণ রয়েছে। কাজ করতে গিয়ে বাধা এবং নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদাররা কাজ করছেন না। আমরা চিঠি দিয়েছি কাজ শেষ করার জন্য। মেয়র স্যারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। এ ব্যাপারে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে না, সেগুলোর মধ্যে ওপাল, দি-বিল্ডার্স ও হার্ব ইন্টারন্যাশনালের কাজ বাতিল করা হয়েছে। ওইসব কাজ নতুন করে টেন্ডার দেওয়া হয়েছে। অন্য ঠিকাদাররা কাজ করছে, উন্নয়ন কাজ চলছে।

সর্বশেষ খবর