মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাড়ছে যানজট বাড়ছে দুর্ভোগ

কাজী শাহেদ, রাজশাহী

বাড়ছে যানজট বাড়ছে দুর্ভোগ

সকালে কাজে যাওয়া মানুষের বিকালে ঘরে ফেরার তাড়া। পথে মানুষের সমাগম বাড়ছে। বাড়ছে যানজট। সেইসঙ্গে পথে পথে বাড়ছে দুর্ভোগ। নগরীর আলুপট্টি থেকে ফায়ার সার্ভিস মোড়, ঝাউতলা থেকে রাজশাহী মেডিকেল কলেজ, এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে সাহেববাজার রোডসহ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের জটলা লেগেই থাকে। তবে সবচেয়ে বেশি জটলা দেখা যায় কোর্টবাজার ও সাহেববাজার এলাকায়। এখানকার রাস্তার দুই পাশে দোকানিদের দৌরাত্ম্য এবং চালকদের স্বেচ্ছাচারিতায় যানজটে ভুগতে হচ্ছে যাত্রীসহ পথচারীদের।

সকাল ৮টার পরপরই মার্কেটগুলোতে ব্যবসা জমে উঠছে। ব্যস্ততম সড়কের ফুটপাতসহ রাস্তাতেও পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। এতে ফুটপাতসহ সড়কেও ক্রেতাদের জটলা তৈরি হচ্ছে। অন্যদিকে ইচ্ছামতো গাড়ি পার্কিং করছে অনেকেই। এতে সড়কে যানজট তৈরি হচ্ছে। নগর ট্রাফিক পুলিশের সদস্যরাও মোড়গুলোতে যানজট নিরসনে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। আশফাকুর রহমান সুজন এসেছিলেন সাহেববাজারে। তিনি জানান, তীব্র গরমের কারণে দিনের বেলা বাজারে আসেননি। আবহাওয়া একটু স্বাভাবিক থাকবে ভেবে সকালের দিকে বাজারে এসেছিলেন। কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে গাড়ির দীর্ঘ লাইন দেখতে পেয়েছেন। এর মধ্যে বেলা বাড়ার সঙ্গে গরমও বৃদ্ধি পেয়েছে। বাজারে মানুষের ভিড় আর রাস্তায় গাড়ির দীর্ঘ লাইনে তিনি হাঁপিয়ে উঠেছেন। তিনি জানান, রাজশাহীর সড়কে সাধারণত যানজট হওয়ার কোনো প্রশ্ন আসে না। গাড়ি চালকদের স্বেচ্ছাচারিতার কারণে মাঝে মাঝেই এসব দুর্ভোগে পড়তে হচ্ছে। ছোট দুই বাচ্চাকে নিয়ে কেনাকাটায় এসেছিলেন আশরাফ ও সুমাইয়া দম্পতি। তারা বলেন, বিগত বছরগুলোর তুলনায় রাজশাহী নগরীতে যানজট বাড়ছে। যদিও যানজট তেমন জটিল আকার ধারণ করেনি। কিন্তু এত প্রশস্ত রাস্তা থাকতে যানজটের প্রশ্নই আসে না। আর বাচ্চাদের নিয়ে এসে বাজার থেকে শুরু করে রাস্তাতেও কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে।

সর্বশেষ খবর