একটা সময় রাজধানীতে সড়কের মোড়ে মোড়ে ছিল সংবাদপত্র স্টল। স্থায়ী এসব স্টল থেকে পথচারীরা পত্রিকা কিনতেন। একই সঙ্গে ভাসমান হকাররা পত্রিকা নিয়ে বিক্রি করতেন। কিন্তু এখন আর সেই চিত্র দেখা যায় না। মেট্রোরেল, ফ্লাইওভারসহ সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের নাম করে এসব স্টল উচ্ছেদ করা হয়েছে। এতে পত্রিকা বিক্রেতারা পড়ছেন সমস্যায়। একই সঙ্গে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পত্রিকাবিমুখ…