মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

পানির জন্য হাহাকার

পানির জন্য হাহাকার

ছবি : রোহেত রাজীব

রাজধানীজুড়ে পানির জন্য হাহাকার চলছে। নগরীর বিভিন্ন এলাকায় মানুষ পর্যাপ্ত পানি পাচ্ছে না। তীব্র দাবদাহের কারণে এমনিতেই নগরীতে নিত্য ব্যবহারে পানির চাহিদা অনেক বেড়ে গেছে। দাবদাহের ফলে অনেককে দিনে একাধিকবার গোসল করতে হচ্ছে। এর মধ্যে অসহনীয় লোডশেডিংয়ের কারণে ওয়াসার পানি উৎপাদন কমে গেছে। দিনে অনেকবার বিদ্যুৎ বন্ধ থাকায় ওয়াসা চাহিদামতো পানি সরবরাহ করতে পারছে না। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বাসাবাড়িতেও পানি তোলা যাচ্ছে না। ফলে নগরীর বিভিন্ন জায়গায় পানির জন্য দীর্ঘ লাইন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পর্যাপ্ত সাপ্লাইয়ের পানি না পেয়ে অনেকে বোতলজাত পানি কিনে খেতে বাধ্য হচ্ছেন। পানির জন্য মানুষের কষ্টের শেষ নেই।

ছবি : রোহেত রাজীব

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর