নগরবিদরা বলছেন, শত শত কোটি টাকা খরচ করে দৃষ্টিনন্দন এসব ফ্লাইওভার গড়ে তোলা হয়েছে। অথচ কার্যকর তদারকির অভাবে ফ্লাইওভারের নিচটা দখলে-দূষণে আবর্জনার জঞ্জালে পরিণত হয়েছে। এটা অবশ্যই রোধ করতে হবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কোনো স্থাপনাই চাঁদা ছাড়া রাখা যায় না। রাজধানীর যানজটের ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে ছয়টি ফ্লাইওভার গড়ে তোলা হলেও এসব ফ্লাইওভারের প্রায় সবকটির নিচের জায়গা…