চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের উন্মুক্ত নালায় পড়ে ব্যবসায়ী সালেহ আহমদ নিখোঁজ হন। ২০২১ সালের ২৫ আগস্ট নিখোঁজ হওয়া সেই ব্যবসায়ীর খোঁজ মেলেনি গত দুই বছরেও। কিন্তু উন্মুক্ত সেই নালা রয়ে গেছে এখনো আগের মতোই। দুই বছর পার হলেও উন্মুক্ত নালা উন্মুক্তই থেকে গেল। গত দুই বছরে নালায় পড়ে আটজনের মৃত্যু হয়েছে। নগরের নালা-নর্দমা ও ড্রেনগুলো পরিণত হয়েছে মৃত্যফাঁদে।…