দেখে মনে হতে পারে রাজধানীর সবচেয়ে প্রশস্ত সড়ক এটি। উত্তরার ঐতিহ্য প্রধান সড়কের সার্ভিস লেনগুলো ভেঙে মূল সড়কের সঙ্গে মিশিয়ে দিয়ে প্রশস্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রায়ই যানজট লাগে প্রধান সড়কেই। দীর্ঘ এক দশক ধরে উত্তরা-টঙ্গী-গাজীপুরবাসীর দুর্ভোগ-দুর্গতির অন্যতম প্রকল্প বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) বাস চলাচলের জন্য মাঝ রাস্তা বরাবর বিআরটি সড়ক করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ…