রংপুর নগরীর ব্যস্ততম সড়কে অধিকাংশ সময় দেখায় যায় গরুর অবাধ বিচরণ। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম সড়ক খামার মোড়ে দেখা যায় গরুর বিচরণ। এতে যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। নগরীর কলেজ রোডে রাস্তার পাশেই ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে গোয়াল ঘর। এতে যানবাহন থেকে পথচারী সবাই চলাচল করতে সমস্যায় পড়ছেন।
অনেক সময় রাস্তার মাঝে গরু শুয়ে থাকছে। ফলে যানবাহন চলাচল করতে পারছে না। শহরের যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শহরের বাসিন্দা ও যানবাহন চালকরা বলছেন, শহরের সড়কগুলোতে প্রতি দিন এসব গরু বিচরণ করে। মালিক খাবার খরচ সাশ্রয় করতে শহরের বিভিন্ন সড়কে গরু ছেড়ে রাখেন। অনেক সময় দলবেঁধে গরু বিচরণ করায় সড়কে যানবাহন চলতে পারছে না। পথচারীরাও পড়ছেন বিপাকে।
নগরের খামার এলাকার বাসিন্দা আমিন উদ্দিন বলেন, দেশের অন্য কোনো নগরীতে এভাবে সড়কে গরু বিচরণ করে বলে আমার জানা নেই। এটি কর্তৃপক্ষের ব্যর্থতা। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি নগরকে সবুজে রূপান্তরের উদ্যোগ বাধাগ্রস্ত করছে।’ স্থানীয়রা অভিযোগ করেন, শহরের খামার মোড় এলাকায় গরু সবচেয়ে বেশি। সকালে সড়কে গরু ছেড়ে দিয়ে যান মালিকরা, সারা দিন সড়কে ঘুরে ঘুরে ডাস্টবিনে থাকা খাবার খায়।