বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

এখন বর্ষা দিন

বর্ষার আগমন মানে সাজগোজের ইতি! মোটেও নয়, বৃষ্টির হাত থেকে মেকআপ রক্ষা করতে চাই সঠিক মেকআপ টিপস...

এখন বর্ষা দিন

পোশাক ও ছবি : কে ক্র্যাফট

‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে/ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’ বর্ষা ঋতুর আগমনেই কবি সুনির্মল বসু এঁকেছেন প্রকৃতির মায়াবী রূপের ছবি। বর্ষা সবচেয়ে আদরের ঋতু। সজল মেঘ-মেদুরের অপরূপ বর্ষার অবিরাম বৃষ্টির সঙ্গে রয়েছে বাঙালি জাতির আজন্মকাল হৃদয়ের বন্ধন। বর্ষাকালে বৃষ্টি আকস্মিকভাবে চলে আসতে পারে যে কোনো সময় সন্দেহ নেই। তাই বলে সাজগোজ করতে মানা, তা তো নয়! সময়টা ভালো নয়, করোনাকালে হয়তো আগের মতো বিশেষ অনুষ্ঠান বা নিমন্ত্রণ নেই। তবে, প্রতিদিনের বাইরে যাওয়া কিংবা ক্যামেরার সামনে থেকে অফিশিয়াল মিটিং কিংবা ওয়ার্ক অ্যাট হোম ইত্যাদিও জন্য অল্পবিস্তর সাজগোজ বা মেকআপ তো আবশ্যক। হ্যাঁ, তাই স্যাঁতসেঁতে বর্ষায় মেকআপ শুকনো রাখার একমাত্র সমাধান ওয়াটারপ্রুফ মেকআপ কিট ব্যবহার। প্রথমেই আসি বেস মেকআপ প্রসঙ্গে। এ সময় এক গাদা মেকআপ না করে, ভরসা রাখুন হালকা মেকআপে। এ সময় ভারি ফাউন্ডেশন কখনই নয়। খুব প্রয়োজন না হলে, কনসিলারও এড়িয়ে চলুন। না হলে প্রয়োজনীয় অংশে কেবল কনসিলার ব্যবহার করুন। বিবি ক্রিম, সিসি ক্রিম এ সময়ের জন্য উপযোগী। তবে যাই ব্যবহার করুন না কেন, শুরুতে পরিষ্কার ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এরপর লাগান প্রাইমার। বর্ষকালের মেকআপের জন্য আদর্শ। মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং ওয়াটারপ্রুফ রাখতেও সাহায্য করবে এই প্রোডাক্ট। এ সময় সিলিকনযুক্ত ম্যাট প্রাইমার উপযুক্ত। তবে, ব্রণের প্রবণতা থাকলে সিলিকনমুক্ত প্রাইমার বা স্প্রে প্রাইমার ব্যবহার করুন। ত্বকে প্রাইমার ব্যবহার করার পর বিবি ক্রিম বা সিসি ক্রিম ভেজা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে সেট করে নিন। চাইলে ব্লাশ, কনট্যুরিং, ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন। এরপর মেকআপ ফিক্সার স্প্রে করুন। সব ধরনের মেকআপের জন্য এটি গুরুত্বপূর্ণ। এরপর চোখের মেকআপ। পেনসিলের সাহায্যে আই-ব্রো শেপ করে নেওয়ার পর ম্যাট শ্যাডো লাগান। পুরু করে লাইনার পরুন, ভালো লাগবে। সেক্ষেত্রে অবশ্যই ওয়াটারপ্রুফ লাইনার বাছুন। চাইলে কালারড লাইনারও পরতে পারেন। রাতের সাজে গ্লিটার, সিমার ব্যবহার করতে পারেন। তবে বর্ষাকালে ম্যাট শ্যাডো বেস্ট। এ সময় উজ্জ্বল রং দেখতে বেমানান। উজ্জ্বল রঙে আপত্তি থাকলে ওয়াটারপ্রুফ রঙিন আইলাইনার ব্যবহার করতে পারেন। অবশ্যই ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করবেন। বৃষ্টির পানিতে চোখের মেকআপ আগে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একটু গ্ল্যামারাস লুক আনতে হাইলাইটার ব্যবহার করতে পারেন। হালকা সাজের ক্ষেত্রে না ব্যবহার করলেও চলবে। ঠোঁটেও রাখুন উজ্জ্বল রঙের ছোঁয়া। উজ্জল এবং ম্যাট লিপস্টিক বর্ষার জন্য আদর্শ। তবে চোখের মেকআপ উজ্জল হলে হালকা লিপস্টিক বেছে নেওয়াই ভালো। ক্রিম ফিনিশারের পরিবর্তে ম্যাট ফিনিশার ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যুপেপার চেপে ধরে অল্প লুজ পাউডার চেপে লাগান। পাউডার লিপস্টিকের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে। এতে লিপস্টিক ম্যাট দেখাবে এবং দীর্ঘক্ষণ থাকবে। মেকআপের শেষে আবার ফিক্সার ¯েপ্র করে ভেজা স্পঞ্জ চেপে চেপে বুলিয়ে নিন। ব্যাস, এবার নিশ্চিন্তে বাড়ির বাইরেও পা রাখতে পারেন।

                                                লিখেছেন- ফেরদৌস আরা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর