বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নখের সুস্থতায়

নখের সুস্থতায়

বেবি অয়েল : এতে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে। তাই নখের আর্দ্রতা বজায় রাখতে অন্তত প্রতিদিন একবার বেবি অয়েল নখে লাগিয়ে ম্যাসাজ করুন।

গোলাপ জল : এর ব্যবহার সহজেই নখের ভাঙন রোধ করে। গোলাপ জল তুলোয় ভিজিয়ে নখে ম্যাসাজ করলে কিছুদিনের মধ্যেই নখ ভাঙা বন্ধ হবে।

মাখন : এতে ভিটামিন এ, বি ছাড়াও পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন থাকে। এটি নখের যত্নে দারুণ কার্যকরী। নখে মাখন লাগিয়ে আলতো হাতে রাব করতে হবে মিনিট পাঁচেক, এরপর হালকা গরম পানি দিয়ে মুছে ফেলুন।
লেবুর রস : লেবুর রস হরহামেশাই নখের সমস্যায় খুবই উপযোগী। লেবুর রস ও ভিনেগার মিশিয়ে তাতে মিনিট দশেক নখ ডুবিয়ে রাখুন। তারপর ঠা-া
পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টুথপেস্ট : সপ্তাহে অন্তত দুবার হোয়াইটেনিং জাতীয় টুথপেস্ট ব্রাশে লাগিয়ে আলতোভাবে তা ম্যাসাজ করতে হবে। এতে নখ শাইন করে আর শক্তও হয়।

লেখা : উম্মে হানি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর