বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

উৎসবে নির্ভুল মেকআপ

উৎসবে নির্ভুল মেকআপ

ছবি : আর্কাইভ

সঠিক প্রসাধন নির্বাচন

বাজারে অনেক ধরনের প্রসাধন বর্তমান। ত্বকের ধরন অনুযায়ী রয়েছে আলাদা আলাদা মেকআপ কিটস। সব ধরনের ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী হয় না। তাই মেকআপ কিটস কেনার আগে ত্বকের ধরনভেদে কিনুন এবং উপকরণ সম্পর্কে জেনে নিন।

 

পরিষ্কার ত্বকে মেকআপ

মেকআপের আগের করণীয় ঠিকঠাক সম্পন্ন না হলে মেকআপ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই ত্বক পরিষ্কার না করে কখনই মেকআপ করা উচিত নয়। প্রথমে ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকে তুলা দিয়ে টোনার প্রয়োগ করুন। এতে আপনার ত্বক একেবারে ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে এবং মেকআপ ভালো করে মুখের সঙ্গে মিলিয়ে যাবে।

 

ত্বকে বরফ প্রয়োগ

আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করার পর এক টুকরো বরফ মুখ, ঠোঁট এবং চোখের পাতার ওপর বুলিয়ে নিন। এতে ত্বক হবে ভিতর থেকে ঠান্ডা। ফলে ঘাম কম হবে।

 

প্রাইমার ও ফাউন্ডেশনে সতর্কতা

মেকআপের প্রথম ধাপে মুখে প্রাইমার, তারপর ফাউন্ডেশন।  প্রাইমার না লাগালে আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে, মেকআপটি মোটেই দীর্ঘস্থায়ী হবে না। আজকাল বাজারে ‘লং লাস্টিং’ প্রাইমার ও ফাউন্ডেশন পাওয়া যায়, সেসব ব্যবহার করুন। হাত দিয়ে মেকআপ ব্লেন্ড করবেন না। ব্রাশ ও পাফ ব্যবহার করুন।

 

লেখা : নূরজাহান জেবিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর