স্যুট-ব্লেজার; প্রাচীন থেকে আধুনিক। সাদাকালো জমানা থেকে ফ্যাশনেবল ওয়্যারের প্রচলন। তবে কালের পরিক্রমায় এর ডিজাইন এবং প্যাটার্নে এসেছে পরিবর্তন। আর ওয়্যারটি ফরমাল ড্রেসআপ-অফিশিয়াল পোশাক হলেও এটি এখন দৈনন্দিন পোশাকের রূপ নিয়েছে। দিনে বা রাতে যখনই হোক, আউটফিটের পরিবর্তন দরকার সময় অনুযায়ী। ধরুন এখনকার শীতে পরার জন্য স্যুট-ব্লেজার, ফরমাল শার্ট, যে কোনো ফরমাল প্যান্টের বা টুইল…