প্রাকৃতিক উপদান সৌন্দর্য সমস্যার সেরা সমাধান- এ ধারণা বেঁচে আছে যুগে যুগে। ল্যাবে তৈরি প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করেন এমন মানুষের সংখ্যাই বেশি পাওয়া যাবে। আর প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম ফুল। সেটা হতে পারে মৌসুমি কিংবা ১২ মাসের। বিশেষজ্ঞদের মতে, ফুলে থাকা নিউট্রিয়েন্ট চামড়ার বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। কমায় বলিরেখার মতো সমস্যা। তবে ফুলে…