কুয়াশার চাদরে ঢাকা চারদিক। মাঘ মাস বলে কথা। কোনো কোনো দিন এমন হয় যে, সূর্যের মুখই দেখা যায় না। সকালও যেমন, ভরদুপরও তেমনি। শীত তাড়াতে এমন দিনে অন্যান্য পোশাকের সঙ্গে দরকার পড়বে চাদরেরও। এমন কিছু পোশাক থাকে, যেগুলো সব সময়েই নতুন। চাদরও সেই ধরনের। ফ্যাশনে চাদরের ব্যবহার কখনো পুরনো হয় না। একটা সময় মনে করা হতো, চাদর বুঝি শুধু বয়স্কদের জন্যই। কিন্তু এখন সেই ধারণা বদলেছে। এখন…