নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তার চুল। ঘন ও কালো চুল পাওয়ার আকাক্সক্ষা তাই প্রায় সব নারীরই রয়েছে। তাই একবিংশ শতকে চুলের যত্নে ভেষজ জিনিসপত্রের ব্যবহার যেমন হয়ে থাকে, তেমনি হয়ে থাকে রাসায়নিক দ্রব্য তৈরি পণ্যেরও। নারীর সৌন্দর্যের অন্যতম অংশ চুল। সেই চুলকে ঘন ও কালো দেখাতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা। আর চুলের পরিচর্যা বাঙালি নারীর জীবনচর্চার এক অনুষঙ্গ। এর সঙ্গে জড়িয়ে আছে তার…