আকাশে ঘন মেঘ, দিনভর বৃষ্টির প্রভাব জীবনযাপনে। আর এই রিমঝিম বৃষ্টির সঙ্গে শাড়ির সখ্য যেন বহুদিনের। তা আবার যেনতেন শাড়ি না। এই জায়গাটা ধরে রেখেছে বর্ণিল সিল্ক শাড়ি। তবে বৃষ্টির দিনে নীল রংই প্রাধান্য পায় বেশি। রইল তারই বিস্তারিত... সময়টা এখন বর্ষাকাল। সময় অসময়ে আকাশে মেঘের আনাগোনা। কখনো বা ঝিলিক দেওয়া রোদ। কখনো বৃষ্টিজলে ধোয়া আকাশ সাজে রংধনুর রঙে। বর্ষার এই…