ফ্যাশনে এক্সপেরিমেন্ট চালাতে গেলে প্রথমেই হাতে আসে দৈনন্দিনের পোশাক। রংটা গাঢ় বা হালকা, কাটিংয়ে একটু বৈচিত্র্য অথবা কাপড়ের মেটেরিয়ালসে ভিন্নতা। পরিবর্তন বলতে আমরা কেবল এটাই বুঝি। স্বাচ্ছন্দ্যের জায়গাটি একান্ত আপনার। আপনার পছন্দ অনুযায়ী পোশাকটি জায়গা করে নেবে আপনার শেলফে। এ সময় সুতি কাপড় হতে পারে প্রথম পছন্দ। আবহাওয়া বেশ গরম। তাই ফ্যাশনে চাই আরাম... ফ্যাশনে এক্সপেরিমেন্ট…