বর্ষায় ত্বকের খেয়াল রাখা সহজ নয়। কিন্তু এই মরসুমেই ত্বকের চাই বাড়তি যত্ন। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক সারাক্ষণ চিটচিটে হয়ে থাকে। অস্বস্তি বাড়ে। ত্বকের হালও বেহাল হতে শুরু করে। সেই সঙ্গে ত্বকের নানা সমস্যা তো আছেই! যা সর্বদা কপালে ফেলে দুশ্চিন্তার ভাঁজ। তবে সমস্যা যাই হোক, সমাধানের উপায় একটিই, ত্বকের যত্ন নেওয়া। জেনে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন...…