ঠোঁটের রং ধরে রাখতে এক্সফলিয়েশন জরুরি। আবার ঠোঁটের মসৃণতা বজায় রাখতেও এর বিকল্প নেই। এর মাধ্যমে ত্বকের মৃত কোষ মুছে ফেলে, ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। জলপাই তেল এবং কফি সম পরিমাণ জলপাই তেল ও কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি হালকাভাবে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু এবং চিনি এক চা চামচ চিনি ও দুই চা…