রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

বজ্রপাতে মৃত মীর মিরন

পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতাকারী সেনাপতি মীর জাফরের জ্যেষ্ঠ সন্তান মীর মিরন। পুরো নাম সাদিক আলী খান বাহাদুর। ক্লাইভের প্রতিনিধি ওয়াটসনের সঙ্গে গোপন ষড়যন্ত্রে মীর জাফরের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন মীর মিরন। এমন কি মীর জাফরের প্রাসাদে ওয়াটসনের সামনে মীর জাফর মাথায় পবিত্র কোরআন নিয়ে যখন ব্রিটিশদের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন তখন মীর জাফরের আরেক হাত ছিল তারই পুত্র মীর মিরনের মাথায়। নিজ মাথায় পবিত্র কোরআন আর নিজ পুত্র মিরনের মাথায় হাত রেখে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পরিণতি দেখতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি বাবা মীর জাফরকে। পলাশীর যুদ্ধের তৃতীয় বর্ষ পার হয়েছে মাত্র। সেদিনটি ছিল ১৭৬০ সালের ৩ জুলাই। বর্ষাকাল। পুত্রের যে মাথায় হাত রেখে বাবা অপকর্মে লিপ্ত হয়েছিলেন, সেই মাথায়ই অর্থাৎ মীর মিরনের মাথায় বজ্রপাত নেমে আসে। বজ্রপাতে মীর মিরনের অস্তিত্ব পাওয়া গিয়েছল কিনা তা জানা যায়নি। মিরনের বয়স তখন মাত্র ২১ বছর। এই যুবক পুত্রের লাশ বহনের ভাগ্য কিংবা দুর্ভাগ্য পিতা মীর জাফরের হয়েছিল কিনা তাও জানা যায়নি। জানা গেছে শুধু একটি কথা, প্রকৃতি কাউকে ক্ষমা করে না।

সর্বশেষ খবর