রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

স্টিভেন ফ্রেনি ডায়নামো

স্টিভেন ফ্রেনি ডায়নামো

বয়স মাত্র ৩০ বছর। কিন্তু এ বয়সেই জাদুবিদ্যায় নিজেকে নিয়ে গেছেন অন্যমাত্রায়। পুরো নাম স্টিভেন ফ্রেনি। তবে সারা বিশ্বের মানুষের কাছে তিনি ডায়নামো নামে পরিচিত। জন্ম ১৯৮২ সালের ১৭ নভেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে। তার ছোটবেলা থেকে বেড়ে ওঠার স্থানটি ব্রাডফোর্ডের ডেলফহিল এবং হোল্মি উড এস্টেস। বলা হয়ে থাকে, প্রকৃতিই নাকি একজন মানুষকে ভাবতে শেখায়। ছোট্ট স্টিভেনের ক্ষেত্রেও তাই হয়েছে। পাহাড়-পর্বত আর বনের রহস্য মায়াজাল স্টিভেনকে এক রহস্যময় মানুষে পরিণত করেছে। জাদুতে হাতেখড়ি তার দাদার কাছ থেকেই। আর পরিবারের বয়োজ্যেষ্ঠ সেই মানুষটির অনুপ্রেরণায় স্টিভেন ফ্রেনি আজকের ডায়নামো। নিজেকে প্রতিটি মুহূর্তে একজন পেশাদার শক্তিমান জাদুকর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ফলে জাদু শিখতে ভ্রমণ করেছেন মার্কিন মুলুকের নিউ ওরলিয়ন্স ও লুইজিয়ানায়। আর জাদুবিদ্যার এ পীঠস্থানেই নিজেকে একজন পরিণত জাদুশিল্পী বানিয়েছেন নিজেকে। আর নিজের কাজকে বহুমাত্রিকতা দিতে শিখেছেন নৃত্যের কলাকৌশল। তার নৃত্যে যোগ হয়েছে আধুনিকতম সংস্করণ হিপ হপ। একজন পেশাদার জাদুশিল্পী হিসেবে মঞ্চে পরিবেশন শুরু করেন ২০০২ সাল থেকে। ডায়নামোর টেলিভিশনে অভিষেক চ্যানেল ফোরের স্পেশাল আয়োজন 'ডায়নামোস স্টেট অব মাইন্ড' অনুষ্ঠানে। পরবর্তীতে জাদুবিদ্যার ওপর তিনি একটি ডিভিডি বের করেন। যাতে বিস্ময়কর জাদু দর্শকদের মনকে প্রশ্ন করে_ এটি কি আসলেও সত্যি। এ ছাড়া ফ্লাইডে নাইট উইথ জনাথন রস অনুষ্ঠানটিতে তার উপস্থিতি ব্যাপকভাবে আলোচিত হয়। 'অ্যাডিতাস' এবং 'নোকিয়া' ব্র্যান্ডের বিজ্ঞাপনের তাসের খেলা মানুষকে শুধু বিস্ময় উপহার দিয়েছে। ২০১১ সালের ২৫ জুন তিনি একই সঙ্গে স্থিরচিত্র এবং ভিডিওটেপ প্রকাশ করেন যেখানে তাকে টেমস নদীর ওপর দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। বিস্ময়কর এ ভিডিওটি তিনি করেছিলেন তার নতুন রহস্যময় টেলিভিশন শো 'ডায়নামো ম্যাজিশিয়ান ইম্পসিবল'-এর প্রচারণার উদ্দেশ্যে। ২০১১ সালের সেপ্টেম্বরে তিনি ইএসপিএন টেলিভিশনের স্পোর্টস অনুষ্ঠানে কার্ড ট্রিকস নামক শো করেন। তাস খেলার কলাকৌশলের যে কতটা চমকপ্রদ হতে পারে তা এ শোতে দর্শকরা দেখেছেন। মূলত এই খেলাকে কেন্দ্র করে জনপ্রিয়তার পারদ আরও কয়েক ধাপ বেড়ে যায় তার। সাম্প্রতিক সময়ে তার পরিবেশনায় ডায়নামোর ম্যাজিশিয়ান ইম্পসিবল সিজন-টু শুরু হয়েছে। তিনি ২০১১ সালের ২৩ অক্টোবর বিশ্ব জাদুশিল্পীদের সংগঠন ম্যাজিক সারকেলে যোগদান করেন। ২০১২ সালে তার অনুষ্ঠান ডায়মোর ম্যাজিশিয়ান ইম্পসিবল অনুষ্ঠান বেস্ট এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম পুরস্কার অর্জন করে। ডায়নামো শুধু একজন জাদুশিল্পীই নয়, একজন মানবতাবাদীও বটে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে জাদু পরিবেশন এবং তহবিল গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে এতিম শিশুদের জন্য তিনি বরাবরই উদার।

 

 

সর্বশেষ খবর