রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

লেডি লোভিবোন্ড

লেডি লোভিবোন্ড

ভুতুড়ে জাহাজের বিষয়ে যুক্তরাজ্যের দিনপুরনো ঐতিহ্য রয়েছে। বিশ্বের আলোচিত সব ভুতুড়ে জাহাজের অধিকাংশই যুক্তরাজ্যের। আর এর মধ্যে অন্যতম বিখ্যাত একটি জাহাজ হচ্ছে লেডি লোভিবোন্ড। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন সাইমন রিড। ১৭৪৮ সালে ক্যাপ্টেন সাইমন রিড তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পর্তুগালের উদ্দেশে রওনা হন। উদ্দেশ্য ছিল জাহাজে চড়ে নতুন স্ত্রী ও অন্যান্যকে নিয়ে নিজের বিয়ে উদযাপন। কিন্তু জাহাজের আরেক কর্মকর্তা জন রিভারস সাইমনের স্ত্রীর প্রেমে পড়ে যান। তিনি নব-দম্পতির প্রেম সহ্য করতে পারলেন না। ফলে জন সাইমনকে খুন করে জাহাজের দায়িত্ব নিয়ে নেন। এরপর রহস্যজনকভাবে একে একে মারা যায় সবাই। বলা হয়ে থাকে, প্রতি ৫০ বছর পর পর নাকি জাহাজটির প্রেতাত্দা সমুদ্রে ভেসে ওঠে। সেই ভেসে ওঠে মৃত মানুষগুলোও।

 

 

সর্বশেষ খবর