রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ওক্টেভিয়াস

ওক্টেভিয়াস

এই জাহাজটির শুরুর দিকের তথ্য সবার অজানা। ১৭৭৫ সালে গ্রিনল্যান্ডের কাছে এক তিমি শিকারি জাহাজটি প্রথম খুঁজে পান। তার মতে, জাহাজের সব আরোহী ছিল মৃত আর বরফে আবৃত। ক্যাপ্টেনকে তার কক্ষে চেয়ারে একটি কলম হাতে মৃত অবস্থায় বসে থাকতে দেখা যায়, পাশে একজন নারী ও চাদরে মোড়া একটি ছোট্ট শিশু। ক্যাপ্টেনের বাঙ্কার থেকে পাওয়া জিনিসপত্রের তারিখ থেকে বোঝা যায়, ১৩ বছর ধরে জাহাজটি এ অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো_ এর কিছুদিন পরই জাহাজটি সেখান থেকে গায়েব হয়ে যায়।

 

 

সর্বশেষ খবর