রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ক্যারল এ ডিয়ারিং

ক্যারল এ ডিয়ারিং

১৯২১ সালে আমেরিকার নর্থ ক্যারিলোনায় বিলীন হওয়া ক্যারল এ ডিয়ারিংকে সে অঞ্চলের সবচেয়ে ভুতুড়ে জাহাজ বলে মনে করা হয়। জাহাজটি দক্ষিণ আমেরিকায় কয়লা পরিবহন করে নিয়ে যাচ্ছিল। কিন্তু কে জানত জাহাজটির জন্য অপেক্ষা করছিল ঘোর দুর্যোগ? ডায়মন্ড খনির কাছেই জাহাজডুবির জন্য কুখ্যাত একটি স্থানে এসে অলৌকিকভাবে হারিয়ে যায় জাহাজটি। এরপর গবেষণায় দেখা গেছে, একই এলাকায় আরও কিছু জাহাজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।

 

 

সর্বশেষ খবর