রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ইয়াং টিজার

ইয়াং টিজার

এই জাহাজটিকে আমেরিকার একটি গোয়েন্দা জাহাজ বলা চলে। এই জাহাজটি তার দুর্বার গতির কারণে জনপ্রিয়তা পেয়েছিল। ১৮১৩ সালে এই জাহাজটি তার যাত্রা শুরু করে। এর কাজ ছিল ব্রিটেনে পণ্য রপ্তানির জাহাজগুলোর ওপর নজর রাখা কিন্তু ২৭ জুন দুটি শক্তিশালী জাহাজ মিলে যখন ইয়াং টিজারকে ধাওয়া করে, তখন ৩০ যাত্রীসহ জাহাজটি পুড়ে যায়। পরের বছর সেই একই দিনে একই স্থানে জাহাজটি আবার দেখা যায়। তবে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই নাকি জাহাজটি হাওয়ায় মিলিয়ে যায়। সমুদ্রে আজও সেই ভুতুড়ে জাহাজটি দেখা যায় বলে শোনা গেছে।

 

 

সর্বশেষ খবর