শিরোনাম
বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সিলভিও বারলুসকোনি

সিলভিও বারলুসকোনি

ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছিল না তার। সবচেয়ে বড় বিষয় তাকে ঘিরে হওয়া বিতর্কগুলোর অধিকাংশই নারীকেন্দ্রিক। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিডিয়ায় অকাট্য প্রমাণসহ উপস্থাপিত হয়। আর বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সবার কাছে সবকিছু পরিষ্কার হওয়ার পরও সিলভিও বারলুসকোনি নিজে সব অভিযোগ অস্বীকার করেন। কিন্তু এখানেই শেষ নয়। তিনি নিজে অস্বীকার করলে কী হবে তার স্ত্রী ভেরোনিকা ল্যারিও স্বামীকে 'অসুস্থ মানসিকতার পুরুষ' অভিহিত করে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিলভিও বারলুসকোনির বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগ ছিল ১৭ বছর বয়সী এক কিশোরী ব্যালে ড্যান্সারের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করা। রুবি রুবাকুওরি নামের ওই কিশোরী ড্যান্সার বারলুসকোনির কাছ থেকে উপহার হিসেবে সাত হাজার ইউরো এবং একটি ডায়মন্ড নেকলেস নেওয়ার কথা স্বীকার করলেও অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করে। এই নারীর বিরুদ্ধে চুরি-চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এর বাইরেও বিচিত্র অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তিনি নাকি এখনো তার জমকালো পার্টিতে সঙ্গ দেওয়া নারীদের জন্য প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ খরচ করেন। যৌন কেলেঙ্কারি, অবৈধ সুবিধা গ্রহণ ও কর ফাঁকি দেওয়ার অভিযোগের মুখে ৭৬ বছর বয়সী বারলুসকোনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। ক'দিন আগেও ইউটিউবে তার ভিডিও কেলেঙ্কারি নিয়ে সারা বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বলা চলে বারলুসকোনি এ সময়ের সবচেয়ে আলোচিত প্লেবয়।

 

 

সর্বশেষ খবর