রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ

নিরাপত্তা বিশ্লেষক

মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, গণতন্ত্র ও জঙ্গিবাদ একে অপরের বিপরীত শব্দ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় জঙ্গি দর্শন ছিল দানবীয়। এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার অনুকূলে নয়। বাংলাদেশে জঙ্গিবাদের শেকড় ভেতরে চলে গেছে। জঙ্গিরা দেশি-বিদেশি অর্থায়নে আরও বেশি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশে ৪০টির মতো জঙ্গিবাদী দলের অস্তিত্ব পাওয়া গেছে। ১৯৯৯ সাল থেকে দেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়। ২০০৪ ও ২০০৫ সালে অবস্থা ভয়াবহ রূপ নেয়। জঙ্গিবাদের গোপন বিস্তৃতি দেশের জন্য হুমকিস্বরূপ। এ জন্য সরকারি কৌশল ও রাজনৈতিক কর্মপন্থা দরকার।

 

সর্বশেষ খবর