বুধবার, ৯ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
চিত্রবিচিত্র

ক্যাঙ্গারুর জন্য শিক্ষাকেন্দ্র

ক্যাঙ্গারুর জন্য শিক্ষাকেন্দ্র

ক্যাঙ্গারুর জন্য শিক্ষাকেন্দ্র রয়েছে টেক্সাসে। আসলে নিজেদের পোষা ক্যাঙ্গারুকে পরিবারের সঙ্গে রাখতেই এই অভিনব শিক্ষাকেন্দ্র স্থাপনের ভাবনা আসে। ইতোমধ্যেই বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, একটি অর্গানিক ফার্ম এবং বন্যপ্রাণীবিষয়ক শিক্ষাকেন্দ্র চালু করেছেন। টেক্সাসের জেনি এবং নাইক ড্রেইস নামের এক দম্পতি তাদের মেয়ের প্রিয় সঙ্গী 'মাইক' নামের ১০ পাউন্ড ওজনের ছয় মাস বয়সী একটি ক্যাঙ্গারুর বাচ্চাকে চিড়িয়াখানায় না পাঠিয়ে নিজেদের কাছে রাখার জন্য উদ্যোগ নেন। 'প্রতিবেশী গৃহমালিক অ্যাসোসিয়েশন'-এর পক্ষ থেকে ড্রেইসের পরিবারকে একটি চিঠিতে গৃহপালিত নয় এমন প্রাণী পোষা যাবে না বলে জানানো হয়; কিন্তু ড্রেইস দম্পতির পরিকল্পনা ছিল এক বছর পর ক্যাঙ্গারুর বাচ্চাটিকে চিড়িয়াখানায় পাঠানো হবে যখন সে স্বাবলম্বী হিসেবে বাঁচতে পারবে। তাদের মতে, এ ক্যাঙ্গারুটি প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে বের হয় এবং পাঁচ ফুট উঁচু বেড়া থাকায় বাইরে যেতে পারে না।

 

সর্বশেষ খবর