বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

যুগে যুগে নববর্ষ

গ্রিক পুরাণের জানুস

যুগে যুগে নববর্ষ

গ্রিক পুরাণের দেবতার নাম জানুস। প্রাচীন গ্রিক নগরীতে তোরণের দেব হিসেবেও তাকে মান্য করত লোকেরা। এই দেবতার প্রতিমূর্তিকে ঘিরেই নববর্ষ উৎসবে মেতে উঠত সে সময়ের লোকেরা। মূলত জানুসই ছিল নববর্ষের মধ্যমণি। 'টেম্পল অব জানুস'-এর ছবি খোদাই করে মুদ্রা প্রচলন করেন রোম সম্রাট 'নিরো'। সে থেকেই প্রাচীন লিপিগুলোতেও জানুসের বর্ণনা এসেছে। ইতালির ভেলাব্রোর সেন্ট জর্জের গির্জায় রয়েছে 'আর্চ অব জানুস'। জানুয়ারি মাসের নামটি জানুস থেকে এসেছে বলেই দাবি করে থাকেন অনেকে। ইতিহাসবিদদের ভাষ্যমতে, জানুস ছিল ভয়ঙ্কর দেবতা। তার মুখ ও লেজ ছিল আক্রমণাত্দক। এই গ্রিক পুরাণের দেবতাটিকে আত্দরক্ষার প্রতিমূর্তি মনে করত গ্রিকবাসী। প্রাচীন সভ্যতার নিদর্শনে গ্রিক পুরাণের এই দেবতাকে কেন্দ্র করেই নববর্ষ বরণের উদাহরণ পাওয়া যায়।

 

সর্বশেষ খবর