বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

চীনের চান্দ্র-নববর্ষ

চীনের চান্দ্র-নববর্ষ

অনেকেই চীনা নববর্ষকে 'নিয়ান' বলেই জানে। চীনের চান্দ্র-নববর্ষ উদযাপন করা হয়। এই উৎসবকে বলা হয় 'চুন জি'। বেইজিংয়ের হোইহাই হ্রদে মন্দিরের মেলায় ভিড় জমান উৎসাহীরা। নববর্ষের প্রথম দিনে ধর্মীয় আচার দিয়ে শুরু হওয়া এই উৎসব গড়ায় ১৫ দিন পর্যন্ত। আর শেষ হয় ১৫তম সন্ধ্যায় প্রদীপ প্রজ্ব্বলন উৎসবের দিনে। চীনাদের রয়েছে নিজস্ব ঐতিহ্যের স্বতন্ত্র বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার। চিনের প্রাচীরের একটি অংশ এই দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসব শুরুর আগে নিজেদের বাড়িঘর পরিষ্কারের ধুম পড়ে যায় চীনের ঘরে ঘরে। অনেক বাড়িতে বিশেষ করে দরজা, জানালায় নতুন করে লাল রঙের নতুন প্রলেপ দেয়। লাল রঙের গৃহসজ্জাসামগ্রী বিশেষ ঐতিহ্যবাহী প্রবাদ, উপদেশ ও ধর্মীয় বাণী বা চিহ্নসংবলিত লাল ব্যানারে ভরে ওঠে চীনের বাড়িঘর। আগে চীন এবং জাপানে একই দিন নববর্ষ উদযাপন হতো। এখন জাপানিরা ইংরেজি নববর্ষ বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নববর্ষ পালন করে ১ জানুয়ারি। চীনা পরিবারে সবচেয়ে বড় উৎসব হলো পুনর্মিলনী নৈশভোজ।

 

সর্বশেষ খবর