বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

উৎসবে বর্ষবরণ

উৎসবে বর্ষবরণ

ইয়েমেনে নববর্ষ ৬ এপ্রিল। নেপালে ১৪ এপ্রিল। মিয়ানমার ও থাইল্যান্ডে ১৩ এপ্রিল। মালয়েশিয়া, ভিয়েতনাম ও চীনে নববর্ষ ফেব্রুয়ারিতে। তিব্বতিদের নববর্ষ 'লোসার' উদযাপিত হয় ১৮ জানুয়ারি। পাকিস্তান ও মালদ্বীপে নববর্ষ পালিত হয় ১৭ এপ্রিল। তুরস্ক, কুয়েতসহ মুসলমানপ্রধান বেশ কয়েকটি দেশে নববর্ষ পালিত হয় গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অর্থাৎ জানুয়ারিতে। পশ্চিম বাংলা ও ত্রিপুরায় বাংলা নববর্ষের সঙ্গে হিন্দুদের পূজা-পার্বণ অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কায় নববর্ষ উৎসবকে বলা হয় 'পাথান্ডু'। ভারতের তামিলরাও ওইদিন নববর্ষ পালন করে। বাংলাদেশে সাঁওতাল, চাকমা, মারমা, ওঁরাও, গারো, ম্রো, মোরাং, হাজং ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি অনুসারে তাদের নিজ নিজ নববর্ষ পালন করে থাকে।

 

সর্বশেষ খবর