বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মজার তথ্য

মজার তথ্য

বায়ুকলে এর পাখাগুলো এন্টিক্লকে ঘুরে। অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে। কিন্তু একমাত্র আয়ারল্যান্ডে এগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এখন কেন ঘুরে তা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের।

* পৃথিবীতে প্রথম যে অ্যালার্ম ক্লকটি তৈরি করা হয় তা শুধু সকাল ৪টায় অ্যালার্ম দিত।

* বিএমডব্লিউ গাড়ির কথা সবাই শুনেছেন। অনেক দামি গাড়ি। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি তৈরি করে এই কোম্পানি। কিন্তু জানেন কি এই কোম্পানিটি ছিল বিমানের ইঞ্জিন তৈরি করার জন্য। পরে এটি গাড়ি তৈরি করা শুরু করে এবং সাফল্য তো চোখের সামনেই।

* জানেন কি, একটি সাধারণ কার (car) তৈরি করতে প্রায় ৩৯০৯০ গ্যালন পানি লাগে।

 

সর্বশেষ খবর