বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সেই সেরা মানুষেরা

হানিফ সংকেতের চোখে তারা

সেই সেরা মানুষেরা

হানিফ সংকেত ও ইত্যাদি, দুটি যেন অবিচ্ছেদ্য এক নাম। ইত্যাদির মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে এনেছেন অনুকরণীয় ব্যক্তিত্বদের। দর্শকমহলে যা প্রশংসনীয় হয়েছে। দীর্ঘদিন থেকেই 'ইত্যাদি'কে স্টুডিওর চার দেয়ালের ভেতর থেকে মুক্ত করে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্তি্বক নিদর্শনসমৃদ্ধ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় নান্দনিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোতে গিয়েও ধারণ করে আসছে এবং সেই সঙ্গে তুলে ধরছে সেসব স্থানের কৃষ্টি, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ সব তথ্য। সামাজিক দায়বদ্ধতা, মানবীয় অঙ্গীকার ও মূল্যবোধের চেতনা থেকেই 'ইত্যাদি'তে বিভিন্ন বিষয় ও আঙ্গিকে প্রতিবেদন প্রচার হয়ে আসছে নিয়মিত এবং সমাজে তার একটি ইতিবাচক প্রভাব পড়ছে। 'ইত্যাদি'র প্রতিবেদন যেমন বহুমুখী তেমনি সমাজ সচেতনতায়ও থাকে বহুমাত্রিকতা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিবেদিতপ্রাণ মানুষের অনুসন্ধানে 'ইত্যাদি' ছুটে বেড়ায় সারা দেশে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তুলে আনছে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ অনেক সৎ সাহসী, জনকল্যাণকামী, নিভৃতচারী আলোকিত মানুষদের। যাদের অনেকেই পরবর্তীতে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান। প্রতিবন্ধী মানুষদের কর্মমুখর জীবন যাতে কর্মবিমুখ মানুষকে অনুপ্রাণিত করে সে জন্য প্রতিবন্ধীদের নিয়েও 'ইত্যাদি'তে নিয়মিত প্রতিবেদন প্রচারিত হয়ে আসছে। প্রতিবেদনের পাশাপাশি 'ইত্যাদি' এই দীর্ঘ সময়ে নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮৯ সালের মার্চ মাসে পাক্ষিক হিসেবে যাত্রা শুরু হয় দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি অনুষ্ঠান 'ইত্যাদি'র। ১৯৯৪ সালে 'ইত্যাদি'র মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আরেকটি মাইলফলক। কারণ ১৯৯৪ সালের ২৫ নভেম্বর থেকে প্যাকেজ অনুষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে 'ইত্যাদি'। এটাই ছিল বেসরকারিভাবে নির্মিত প্রথম প্যাকেজ অনুষ্ঠান। তখন একমাত্র বিটিভি ছাড়া কোনো টিভি চ্যানেল ছিল না, তাই বেসরকারিভাবে অনুষ্ঠান নির্মাণের পথ প্রদর্শকও বলা যায় 'ইত্যাদি'কে। শুধু তাই নয় এতগুলো চ্যানেলের ভিড়ে তখন থেকে এখন পর্যন্ত এই অনুষ্ঠানটি টিভি গাইড ও পত্র-পত্রিকার পাঠক জরিপ, বিবিসি জরিপ কিংবা হালের টিআরপি জরিপেও শ্রেষ্ঠ অনুষ্ঠানের মর্যাদা পেয়ে আসছে। 'ইত্যাদি'র গ্রহণযোগ্যতা ও সামাজিক সচেতনতার কারণে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সম্মানজনক টেলিভিশন চ্যানেল ARTE টিভিতে 'ইত্যাদি'র ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। আর 'ইত্যাদি'র প্রাণপুরুষ হানিফ সংকেত লাভ করেন সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 'একুশে পদক' ও পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারণায় লাভ করেন 'জাতীয় পরিবেশ পদক'।

 

 

সর্বশেষ খবর