বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সুপার হিউম্যান ম্যাক ইউরি

সুপার হিউম্যান ম্যাক ইউরি

১৯৯২ সালের ৬ এপ্রিল প্রথম 'ইত্যাদি'তে মার্শাল আর্ট প্রশিক্ষক আনোয়ার কামাল ইউরি সংক্ষেপে ম্যাক ইউরির ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। তারকাঁটার বিছানায় শোয়া ম্যাক ইউরির বুকের ওপর ২২ কেজি ওজনের পাথরের স্ল্যাব রেখে তার ছাত্ররা দুই পাশ থেকে হ্যামার দিয়ে আঘাত করে সেটা ভাঙে। যা দেখে সে সময় দর্শকরা বিস্মিত হয়েছিলেন। ২০ বছর আগে 'ইত্যাদি'তে প্রদর্শিত সেই ইউরিকে আবার দেখানো হয় গত ৩০ নভেম্বর ২০১২ তারিখের ইত্যাদিতে যিনি সম্প্রতি শিন কিক অর্থাৎ পায়ের শক্তির জন্য বিশ্ব রেকর্ড করেছেন। তাকে বলা হয় এই গ্রহের সবচেয় শক্তিশালী পদাঘাত শক্তিসম্পন্ন মানুষ। পশ্চিমা বিজ্ঞানীরা তাকে আখ্যায়িত করেছেন সুপার হিউম্যান হিসেবে। তাই সম্প্রতি ডিসকভারি চ্যানেলের পাঁচজন সুপার হিউম্যানের তালিকায় ইউরিও স্থান করে নিয়েছেন। ইউরির সঙ্গে ছিলেন বিশ্বের আরও চারজন সেরা অতিমানব। তাদের কেউ কণ্ঠধ্বনির মাধ্যমে ভেঙে ফেলেন কাচের গ্লাস, কেউবা ফুসফুসের শক্তি দিয়ে ফাটিয়ে ফেলেন হট ওয়াটার ব্যাগ, কেউ উল্টিয়ে ফেলেন গাড়ি কিংবা কারও শরীরের ওপর দিয়ে চলে যায় ল্যান্ড রোভার গাড়ি। আর ইউরি তার অসাধারণ শক্তিসম্পন্ন পায়ের সাহায্যে একবারেই তিনটি বেসবল ব্যাট ভেঙে ফেলেন। যা বিস্মিত করে সবাইকে। পাশ্চাত্যের বিজ্ঞানীদের মতে বেসবল ব্যাটে আঘাত করার সময় ইউরির পায়ের ছিয়ানব্বই শতাংশ মাংসপেশি একসঙ্গে কাজ করে। ম্যাক ইউরি টেন ডিগ্রি ব্যাক বেল্টধারী গ্রান্ডমাস্টার। বর্তমানে ইউরি ৪০ রকমের মার্শাল আর্ট পদ্ধতির ওপর অভিজ্ঞ।

 

 

সর্বশেষ খবর