বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এড্রিক বেকার ডাক্তার ভাই

এড্রিক বেকার ডাক্তার ভাই

টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত ব্যতিক্রমী চিকিৎসাকেন্দ্র কাইলাকুড়ি হেলথ কেয়ার সেন্টার গড়ে তুলেছেন নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকার। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত। গত ৩২ বছর ধরে এই ভিনদেশি মানুষটি বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন টাঙ্গাইলের মধুপুরগড়ে। গত ৩০ ডিসেম্বর ২০১১ তারিখে এড্রিক বেকারের ওপর একটি প্রতিবেদন তুলে ধরা হয় ইত্যাদিতে। ১৯৬৫ সালে তিনি ডুনেডিন শহরের ওটাগো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সরকারের শল্য চিকিৎসক দলের সদস্য হিসেবে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে। সেখানে কাজ করার সময়ই তিনি পত্র-পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারেন। যুদ্ধকালীন এখানকার মানুষের দুর্ভোগের চিত্র দেখে তিনি ঠিক করেন সম্ভব হলে বাংলাদেশে আসবেন। অবশেষে ১৯৭৯ সালে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে বেকার প্রথমে কয়েক বছর কাজ করেন মেহেরপুর মিশন হাসপাতালে, কুমুদিনী হাসপাতাল, থানারবাইদ গ্রামের একটি ক্লিনিকে। কিন্তু তার সবসময় ইচ্ছা ছিল বড় হাসপাতালে কাজ না করে প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করার। সেই চিন্তা থেকেই তিনি চলে আসেন মধুপুরগড় এলাকায়। গ্রামের দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিতেই ২০০২ সালে তিনি মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের কাইলাকুড়ি গ্রামে গড়ে তুলেছেন পূর্ণাঙ্গ এই চিকিৎসাকেন্দ্র। যেখান থেকে প্রতিদিন গড়ে প্রায় দেড় শতাধিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন বিনামূল্যে।

চার একর জায়গার ওপর বেকারের এই চিকিৎসাকেন্দ্র। ছোট ছোট মাটির ঘরে ডায়াবেটিস বিভাগ, যক্ষ্মা বিভাগ, মা ও শিশু বিভাগ, প্রশিক্ষণ কক্ষ, মাতৃসদনসহ নানা বিভাগ রয়েছে। সব বিভাগ মিলিয়ে ৪০ জন রোগী ভর্তি করানোর ব্যবস্থা রয়েছে এখানে। শুধু ক্লিনিকেই নয়, কোনো রোগী যদি চিকিৎসাকেন্দ্রে আসতে না পারেন, দু-একজন সহকর্মীসহ সাইকেল চালিয়ে ডাক্তার ভাই নিজেই বেরিয়ে পড়েন তাদের চিকিৎসাসেবা দিতে।

 

 

 

সর্বশেষ খবর