মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
কাজী মাহমুদুর রহমান ও সামিয়া রহমানের

বাবার পথ ধরে মেয়ে

বাবার পথ ধরে মেয়ে

সামিয়া রহমানকে সবাই জনপ্রিয় টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবেই চেনে। এর বাইরে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। এখন তিনি সেখানকার সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। সেই সঙ্গে চ্যানেল একাত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্রোগ্রাম এডিটর হিসেবে কাজ করছেন। এবারের বইমেলায় সামিয়া রহমানের দুটি বই প্রকাশিত হয়েছে। এর একটি হচ্ছে স্বপ্ন বাণিজ্যে লক্ষ্মীপুষ্প এবং অপরটি গণমাধ্যমের চাণক্য কৌশল। দুটি বই-ই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ধ্রুবপদ। পাওয়া যাচ্ছে মেলার ৩১৪ ও ৩১৫ নম্বর স্টলে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী সামিয়া রহমান কিন্তু তার বাবার পথ ধরেই এগিয়েছেন সৃজনশীলতার জগতে। তার বাবা কাজী মাহমুদুর রহমান বিশিষ্ট নাট্যকার, লেখক, অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান পরিচালক হিসেবে চাকরি করেছেন। এবারের বইমেলায় সামিয়া রহমানের বাবা কাজী মাহমুদুর রহমানেরও দুটি বই প্রকাশ হয়েছে। এর মধ্যে অহ্ন রৌদ্রের গল্প প্রকাশ করেছে ধ্রুবপদ। আরেকটি বই তিন বোনের কাসিদা প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন। সিঁড়ি প্রকাশনের স্টল নম্বর ২১৪।

 

সর্বশেষ খবর