বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাতরঙা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

সাতরঙা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

একই অঙ্গে অনেক রূপ- বহুল প্রচলিত এই প্রবাদটি বোধহয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মতো মানুষকে ভেবেই তৈরি করা হয়েছিল। ১৭০৬ সালে জন্ম নিয়ে টানা ৮৪ বছর জীবনকে উপভোগ করেছিলেন ফ্রাঙ্কলিন। তা সে তো অনেকেই করে। কিন্তু তাদের সঙ্গে ফ্রাঙ্কলিনের পার্থক্য এই যে, নিজের জীবনের এতটুকু সময়ও বাজে খরচ করেননি তিনি। প্রকৃতি তার সামনে ছড়িয়ে রেখেছিল হরেক রকমের খেলনা। প্রচণ্ড মেধাবী আর অনুসন্ধিৎসু মনের এই মানুষটি সেই ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত একনাগাড়ে খেলে গেছেন সেই খেলনাগুলো নিয়ে। ফলে একে একে নানা রকমের তকমা জুড়ে গেছে তার গায়ে। কখনো বিজ্ঞানী, কখনো সুরকার, কখনো আবিষ্কারক, কখনো রাজনীতিবিদ। এমন নানাবিধ ক্ষেত্রে বিচরণ করে গেছেন ফ্রাঙ্কলিন তার পুরো জীবনে। লিখেছেন- সাদিয়া ইসলাম

 

সর্বশেষ খবর