বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

লেখক ফ্রাঙ্কলিন

লেখক ফ্রাঙ্কলিন

ছোটবেলায় ১৭৩৩ সালে রিচার্ড সনড্রেস নামে দ্য নোটেড পুওর রিচার্ডস আলমানাক প্রকাশ করেন তিনি। যদিও অনেকেই বুঝে ফেলেছিল যে, এটা ফ্রাঙ্কলিনই। কিন্তু অনেক জোর করা সত্ত্বেও কখনোই নিজেকে বইটির লেখক হিসেবে স্বীকার করেননি ফ্রাঙ্কলিন। প্রতি বছর প্রায় ১০ হাজার কপি বিক্রি হতো তার বই। এরপর অবশ্য ১৭৪১ সালে ফ্রাঙ্কলিন আমেরিকার প্রথম দ্য জেনারেল ম্যাগাজিন অ্যান্ড হিস্টেরিকাল ক্রোনিকাল ফর অল দ্য ব্রিটিশ প্ল্যান্টেশন ইন আমেরিকার মতো মাসিক ম্যাগাজিন প্রকাশ করা শুরু করে। ১৭৫৮ সালে আলমানাকের পাশাপাশি দ্য ওয়ে টু ওয়েলথ নামে পরিচিত ফাদার্থ আব্রাহামস সারমনস প্রকাশ করেন। এছাড়াও ১৭৭১ সালে লিখতে শুরু করা ফ্রাঙ্কলিনের আত্মজীবনী। তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

 

 

সর্বশেষ খবর