বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মারডকের টাকা যেভাবে উড়ে

মারডকের টাকা যেভাবে উড়ে

নিউইয়র্কের পেন্টহাউসে রুপার্ট মারডকের একটি বাড়ির দাম ওঠে ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বাড়ি, গাড়ি আর বিমানের বহর দেখলে বুঝতে অসুবিধা হয় না, টাকা কোনো বিষয় নয় তার কাছে। ব্যক্তিগত সম্পদের পরিমাণ  ১২.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অঢেল পরিমাণ সম্পদের  হিসাবটা শুধু টাকার অঙ্ক নয়। এই টাকার পেছনে রয়েছে শক্তিশালী সব মিডিয়া ব্যবসা। তাই টাকার অঙ্কে বিশ্বসেরা ধনী না হলেও টাকার ক্ষমতায় তিনি সবাইকে ছাড়িয়ে যান। এই টাকায় বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। শুধু তার চাহিদামতোই বানানো হয় গাড়ি। মার্সিডিজ, বিএমডব্লিউ, রোলস রয়েস সবই রয়েছে তার। এ ছাড়া রয়েছে ব্যক্তিগত ইয়ট। সেখানে সুইমিংপুল, সুপ্রশস্ত ডাইনিং সবই রয়েছে।  তবে বিজনেস ইনসাইডে তার ব্যক্তিগত বিমান নিয়ে বেশ বড় প্রতিবেদন ছাপা হয়। তার ব্যক্তিগত জেট বিমান রয়েছে দুটি। গালফস্ট্রিম ৫৫০, এসআর ২২। এই গালফস্ট্রিম অন্য যে কেনো স্ট্রিমের তুলনায় ব্যতিক্রম। বর্তমান বিশ্বের স্টাইলিশ এবং নান্দনিকতাময় বিজনেস জেট এটি। এ বিজনেস জেটটির গতি এবং কার্যক্ষমতা এতটাই যে, অনায়াসে নিউইয়র্ক থেকে টোকিও ভ্রমণ করা যায়। তার আরেকটি ব্যক্তিগত জেট বোয়িংয়ের বিজনেস প্রাইভেট জেট ৭৩৭। বর্তমানে জেটটির বাজারমূল্য ৬২ মিলিয়ন ডলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর