মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্কুলগেটে মুরগির বাজার ময়লার ভাগাড়

মানিক মুনতাসির

স্কুলগেটে মুরগির বাজার ময়লার ভাগাড়

খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সঙ্গে মুরগির বাজার ও ময়লার ভাগাড়। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। মুরগির বিষ্ঠা। উৎকট গন্ধে দাঁড়িয়ে থাকাও দায়। পথচারীদের নাক-মুখ বন্ধ করে জায়গা অতিক্রম করতে হয় দ্রুত। কিন্তু ছোট ছেলেমেয়েদের সামলে চলার উপায় নেই। এই আবর্জনার স্তূপ আর মুরগি বাজারের সঙ্গেই তো তাদের স্কুল। এই উৎকট গন্ধের মধ্যেই চলে তাদের পাঠদান। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে প্রতিষ্ঠানটির পাঁচ শতাধিক ছাত্রছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, সিটি করপোরেশনসহ অন্যদের কাছে অনেকবার অভিযোগ করেও এর প্রতিকার পাওয়া যায়নি। অথচ তারা চাইলেই এই ডাস্টবিন আর মুরগির বাজারটি অন্যত্র সরাতে পারে। ময়লার দুর্গন্ধে কোমলমতি শিশুদের অনেকেই শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগে।

 

 

সরেজমিন দেখা গেছে, খিলগাঁও রেলগেট থেকে রাজারবাগের দিকের রাস্তায় ২০ গজ দূরে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন। এ ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত ডাস্টবিনের গন্ধ। আর মুরগির বিষ্ঠার গন্ধ তো আরও উৎকট। প্রশস্ত রাস্তার পূর্বপাশের ফুটপাত জুড়ে মুরগির দোকান। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই মুরগির বাজার খোলা থাকে। আর মুরগি জবাই করে মুরগির ভুঁড়ি, ডানা, পাখনাসহ ময়লা আবার পাশের সেই ডাস্টবিনে ফেলা হচ্ছে দিন-রাত। ১১ নম্বর ওয়ার্ড (খিলগাঁও) কাউন্সিলর হামিদুল হক শামীম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ময়লার ডাস্টবিন কীভাবে সরানো যায়, এ বিষয়ে রেল মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়া হয়েছে।  আশা করছি, কিছু দিনের মধ্যে এর সমাধান হবে।

 

সর্বশেষ খবর