মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নকশা অনুমোদনের ক্ষমতা ফেরত চায় গাসিক

খায়রুল ইসলাম, গাজীপুর

ভবন নির্মাণে নকশা অনুমোদন দেওয়ার ক্ষমতা নেই গাজীপুর সিটি করপোরেশনের। বর্তমানে গাজীপুর সিটি এলাকায় নতুন ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনের এখতিয়ার শুধু রাজউকের। গাজীপুর মহানগরকে ভবিষ্যতে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য এখানকার জনপ্রতিনিধি, প্রকৌশলী ও হাউজিং কোম্পানিসহ বিভিন্ন পেশার মানুষের দাবি প্ল্যান অনুমোদনের ক্ষমতা সিটি করপোরেশনকে ফিরিয়ে দেওয়ার।

 

 

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে দেড় সহস্রাধিক প্রাণহানি ও বহু আহতের ঘটনার পর রাজধানীর আশপাশের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে নকশা অনুমোদনের ক্ষমতা স্থগিত করে সরকার। গত আড়াই বছরের বেশি সময় ধরে গাজীপুর সিটি করপোরেশন কোনো স্থাপনা নির্মাণের অনুমতি না দিলেও প্রতিনিয়তই ভবন নির্মিত হচ্ছে। ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোড উপেক্ষা করে অসংখ্য ঘরবাড়ি তৈরি করছেন। অপরিকল্পিতভাবে ঘরবাড়ির নির্মাণ কাজ তদারকিও করছে না কেউ। সিটি করপোরেশনের বাসিন্দা কামরুল জানান, একটি বাড়ি করতে গেলে লোন নিতে হয়, লোন নিতে গেলে প্ল্যান লাগে। তাই আমরা ব্যাংকের আর্থিক সহায়তা নিতে পারছি না। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব গাজীপুরের সাধারণ সম্পাদক শাহ মামুন সারওয়ার জানান, প্ল্যান অনুমোদন বন্ধ থাকায় মানুষ  ভুক্তভোগী।  দীর্ঘদিন অপেক্ষা করে এখন অনেকে অনুমোদনহীনভাবে বিল্ডিং বানাচ্ছে।

 

সর্বশেষ খবর