বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে ৩ মার্চ। প্রকাশিত ওই তালিকায় দেখা গেছে, হল সংসদের বিভিন্ন পদে অন্তত ৩৫ জন প্রার্থী হয়েছেন, যাদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে ৩ মার্চ। প্রকাশিত ওই তালিকায় দেখা গেছে, হল সংসদের বিভিন্ন পদে অন্তত ৩৫ জন প্রার্থী হয়েছেন, যাদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এর মধ্যে তিনজন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের প্রার্থীও রয়েছেন। প্রার্থীরা হলেন, ফজিলাতুন নেছা মুজিব হলের সাবরিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবদুুল মমিন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জুলফিকার হাসান। এরা সবাই ছাত্রলীগের প্রার্থী। ডাকসুর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী এরকম অন্য প্রার্থীরা হলেনÑ স্যার সলিমুল্লাহ মুসলিম হল সংসদে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান (নৃত্যকলা), সমাজসেবা সম্পাদক-মিলন খান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলের পাঠকক্ষ সম্পাদক পদে সানজিনা ইয়াসমিন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে রিয়া আক্তার শান্তা, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে পাপিয়া আক্তার, সমাজসেবা সম্পাদক পদে ইসরাত জাহান, সদস্য পদে চারটি পদের বিপরীতের প্রার্থী হওয়া ৪ জন। বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সদস্য পদে চারটি পদের বিপরীতের প্রার্থী ৪ জন। অমর একুশে হলের পাঠকক্ষ সম্পাদক তারেকুল ইসলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মুনতাছির মমতাজ, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাছান, মাস্টারদা সূর্যসেন হলের পাঠকক্ষ সম্পাদক পদে রেজওয়ানুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে সাব্বির হাসান সৌরভ, সমাজসেবা সম্পাদক পদে জহিরুল ইসলাম হাজী মুহম্মদ মুহসীন হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে শাহরিয়ার সনেট, শামসুন নাহার হলের পাঠকক্ষ সম্পাদক পদে বিশাখা দাস ইরা, কবি জসীমউদ্দীন হলের সাংস্কৃতিক সম্পাদক ইমাম-উল-হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে নাসির উদ্দীন, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে জাহিদ হাসান, বিজয় একাত্তর হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মীর মো. বনী ইয়ামিন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক-সুজন শেখ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সোহেল রহমান, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে আনন্দ ফকির, স্যার এফ রহমান হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে আরিফ হোসেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সাংস্কৃতিক সম্পাদক পদে হেলাল উদ্দীন, পাঠকক্ষ সম্পাদক পদে শামসুর রহমান সুইট, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ইমরান হোসেন, সমাজসেবা সম্পাদক পদে আল আমিন   মাসুদ প্রমুখ।

সর্বশেষ খবর