শনিবার, ২৫ মে, ২০১৯ ০০:০০ টা

কবি যখন সাংবাদিক

রকমারি ডেস্ক

কবি যখন সাংবাদিক

পাকিস্তান-ভারত যুদ্ধ শেষে কলকাতায় এসে ৩২ নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কমরেড মুজফ্ফর আহমদের সঙ্গে বসবাস শুরু করেন। প্রথমে মোসলেম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশ পায়। বঙ্গীয় মুসলিম সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আবদুল ওদুদ, মুহম্মদ শহীদুল্লাহ্, আফজালুল হক প্রমুখের সঙ্গে পরিচয় হয়। ১৯২১ সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল। মোতাহার হোসেনের সঙ্গে নজরুলের বন্ধুত্ব গড়ে ওঠে। ১৯২০ সালের ১২ জুলাই নবযুগ নামের সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশ হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনে প্রকাশিত পত্রিকার সম্পাদক ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক। এর মাধ্যমেই নজরুল সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করেন। ১৯২১ সালের এপ্রিল-জুনের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সঙ্গে পরিচিত হন। তার সঙ্গেই তিনি কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সঙ্গে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর