রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরে এখন টিকিট সংকট

কাজী শাহেদ, রাজশাহী

বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরে এখন টিকিট সংকট

রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এখন নিয়মিত চলাচল করছে তিনটি পরিবহন সংস্থার বিমান। এখন দাবি উঠেছে, বর্তমান বিমানবন্দরের সংস্কার করে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার।  রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে ঢাকা-সৈয়দপুর-রাজশাহী-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক পরিসেবা চালু হয়। তবে ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি যাত্রী সংকটে অব্যাহত লোকসানের কথা বলে রাজশাহী-ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। ৮ বছর পর ২০১৫ সালের ৭ এপ্রিল এ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আবারও চালু হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাবুর রহমান বলেন, বর্তমানে তিনটি এয়ারলাইনস রাজশাহী-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীও পাচ্ছে এয়ারলাইনসগুলো। এ ছাড়া ‘গ্যালাক্সি ফ্লাইং একাডেমি’ এখান থেকে তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, অভ্যন্তরীণ নয়, এটিকে আন্তর্জাতিক মানে নিতে তারা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলছেন।

সর্বশেষ খবর