শিরোনাম
রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিকে উন্নীত হবে সৈয়দপুর

আবদুল বারী, নীলফামারী

আন্তর্জাতিকে উন্নীত হবে সৈয়দপুর

সৈয়দপুর বিমানবন্দরকে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হলে ভারত, ভুটান, নেপাল, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে স্থাপিত হবে যোগাযোগ এ অঞ্চলের। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রশস্ত হবে বিনিয়োগের পথ। চলাচল করবে যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো বিমানও। উত্তরা ইপিজেডসহ বিভিন্ন এলাকার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও কৃষিপণ্য রপ্তানি সহজ হবে। এতে একদিকে ঘুচবে বেকারত্ব, আসবে বৈদেশিক মুদ্রা অপর দিকে এ অঞ্চল হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। জানা গেছে, বিমানবন্দরের জন্য সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলার ৯১২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এক হাজার ৪৮ একর জমির ওপর গড়ে উঠবে বিমানবন্দর। এতে থাকবে ১২ হাজার ফুট রানওয়ে। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ১৪টি বিমান ওঠানামা করছে। আন্তর্জাতিক মানের হলে কার্গো বিমানসহ আরও অনেক বেশি বিমান ওঠানামা করতে পারবে।

সর্বশেষ খবর