রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিপিতে আটকে গেছে খুলনা বিমানবন্দর

সামছুজ্জামান শাহীন, খুলনা

পিপিতে আটকে গেছে খুলনা বিমানবন্দর

খুলনার খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের জুনে। কিন্তু প্রথম দফা জমি অধিগ্রহণের পর এখানে পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের জন্য সংশোধিত আকারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নতুন প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা আগামী বছরের জুনে। কিন্তু পিপিপিতে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি আগ্রহী বিদেশি দাতা না পাওয়ায় বিমানবন্দর নির্মাণকাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমানবন্দরের পিপিপি নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, একদিকে সরকারিভাবে বিমানবন্দরের নির্মাণকাজ চলছে। আবার পিপিপির আওতায় আলাদা লোক এটা বাস্তবায়ন করবেন। এই নির্মাণকাজে অর্থ বিনিয়োগ কীভাবে হবে, কে কত অংশ বিনিয়োগ বা ঝুঁকি বহন করবে- এসব নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা থাকায় আমরা অসুবিধায় পড়েছি। অবশ্য পিপিপির আওতায় না হলে নিজস্ব অর্থায়নে বিমানবন্দর নির্মাণের বিকল্প পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর