রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিমানবন্দরে পাল্টে যাবে নোয়াখালীর চিত্র

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

বিমানবন্দরে পাল্টে যাবে নোয়াখালীর চিত্র

বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকায় পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। দ্রুত বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানান নোয়াখালী জেলাবাসী। নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা হলে এ অঞ্চলে পাল্টে যাবে উন্নয়নের চিত্র ও অর্থনৈতিক জীবনযাত্রা।

এতে শিল্প সম্ভাবনা ও নিঝুমদ্বীপে দেশি-বিদেশি পর্যটক বাড়বে। অপরদিকে পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণ করার পর নোয়াখালী উপকূলে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং ঢাকা-নোয়াখালী-হাতিয়া-চট্টগ্রাম রুটে বাণিজ্যিকভাবে বিমান চলাচলের অনুমোদন দিলে পাল্টে যাবে বৃহত্তর এ জেলার দৃশ্যপট। নিঝুমদ্বীপে ঘুরতে আসেন বিদেশি পর্যটকরা। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক বিদেশি পর্যটক আসতে চাইলেও আসতে পরছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটনশিল্প।

যদি নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয় তাহলে প্রচুর পরিমাণে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকও আসতে শুরু করবেন। এতে বাংলাদেশের পর্যটনশিল্পে উন্মোচিত হবে আরেক নতুন সম্ভাবনার দ্বার।

সর্বশেষ খবর