এদের প্রত্যেকেই রঙিন দুনিয়ার তারকা। অভিনয়, গান আর নানা দক্ষতায় ভক্তদের মনে জায়গা দখল করে নেন প্রত্যেকেই। কিন্তু বাস্তব জীবনে তারা কেমন! আসলে সবাই ধোয়া তুলসী পাতা নন। অনেকে খ্যাতির শিখরে থেকেও কাটান এলোমেলো জীবন। নানা অপরাধে জড়িয়ে নাম লেখান অপরাধীর খাতায়। অপরাধ করে জেল খাটা রঙিন দুনিয়ার মানুষের সংখ্যাও কম নয়। এমন সব সেলিব্রেটির কথা মনে করতেই চোখের সামনে ভেসে উঠবে পর্দা…