আসলে ‘প্রাণ’ এক আশ্চর্য সম্পদ, ক্ষয়হীন আশা, মৃত্যুহীন মর্যাদা। মানুষ মরে গেলেও থেকে যায় তার কাজের পরিধি। অনেকে বলেন, কর্মই জীবন। আর এ কর্মের মধ্য দিয়েই মানুষ অমরত্ব লাভ করে। এমনই কয়েকজন তারকা আছেন যারা তাদের কাজের মাধ্যমে শুধু মানুষের মনে চিরকাল গেঁথেই যাননি বরং তাদের কর্মের মাধ্যমে এখনো মিলিয়ন মিলিয়ন ডলার আয় হচ্ছে। গত কয়েক বছরের আয়ের ওপর ভিত্তি করে এমনই কয়েকজন…