সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

একজন পিয়ারু সরদার

রকমারি ডেস্ক

একজন পিয়ারু সরদার

বাংলাদেশের প্রথম শহীদ মিনার নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পিয়ারু সরদার। ভাষা আন্দোলনকারীদের শহীদ মিনার নির্মাণের জন্য তিনি সিমেন্ট দিয়ে সহায়তা করেছিলেন। পিয়ারু সরদার ছিলেন ১৯৫২ সালে ঢাকা শহরের ২২ পঞ্চায়েত প্রধানের একজন। সরকারি ঠিকাদারির কাজ করতেন। তাঁর তত্ত্বাবধানেই নির্মিত হয়েছিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন এবং রমনা পার্ক। নারায়ণগঞ্জের আদমজী জুটমিল, মোহাম্মদপুরের রিফিউজি কলোনি, আসাদ গেট, ঢাকা মেডিকেল কলেজের নার্সিং হোস্টেল নির্মাণকাজেরও ঠিকাদার ছিলেন তিনি। ১৯৫২ সালে তিনি সরকারি ঠিকাদার হিসেবে মেডিকেল কলেজ নির্মাণকাজের দায়িত্বে ছিলেন। পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার তৈরির জন্য আন্দোলনকারীরা পিয়ারু সরদারের কাছে নির্মাণসামগ্রী সংগ্রহ করতে যান। তিনি তাঁর ঠিকাদারি কাজের জন্য ইট, বালু ও সিমেন্ট এনে রেখেছিলেন। সিমেন্ট ছিল গুদামের ভিতরে। ছাত্ররা তাঁর কাছে সিমেন্ট চাওয়া মাত্র তাদের হাতে গুদামের চাবি তুলে দেন। সরকারের রোষানলে পড়ার আশঙ্কা থাকলেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর